করোনা আতঙ্ক চারদিকেতে রোদ্দুরের অভাব শুধুই রয়েছে ঠান্ডা হাওয়া। দূরদূরান্তে করোণার প্রভাব এখন শুধুই মুক্তি চাওয়া।। আতঙ্ক টা বড্ডো বড় বন্ধ হলো শিক্ষা প্রতিষ্ঠান। বন্ধুর সাথে দেখা হবেনা মনটা এখন বরই আনচান।। পরিবেশটা বেশ রদ্দুজ্জল নেই কোনো শীতের প্রভাব। মাস্ক তবু মুখেই পড়েছি সতর্কতার বড্ডো অভাব।। সবাই চেয়ে দেখছে আমায় যেনো আমি করোনার বাহক। এই বুঝি সমাজ মারলো আমায় এখন বুদ্ধিহীনরাই পরিচালক।। পরিস্থিতি সুধরেছে খানিক আসছে আবার পরিবর্তন। লাগছে এখন সবই নতুন নব যুগের প্রত্যাবর্তন।। সমাজ হবে করোনা মুক্ত গড়েউঠবে নতুন দেশ। এখন করোনা পুরোই সুপ্ত সাথে মানবজাতির নতুন বেশ।। Name- Shivam Roy Roll.No- 13003419033